আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনায় ক্ষতিগ্রস্ত ১ কোটি কোটি ২৫ লাখ পরিবার খাদ্য সহায়তা পাবে।
তিনি বলেন, খুব শিগগিরই ৩৫ লাখ পরিবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের উপহার পাবেন।
আরও পড়ুন: কর্মসূচি ডেকে বিএনপি নেতারা বাসায় বসে হিন্দি সিনেমা দেখে: ওবায়দুল কাদের
রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
কাদের বলেন, এই করোনাভাইরাস মহামারি চলাকালীন জনগণের জীবন ও জীবিকা নির্বাহের জন্য শেখ হাসিনার সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। এর অংশ হিসাবে লকডাউনে ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৫ লাখ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই বিতরণ কার্যক্রম পরিচালনা করবে।
আরও পড়ুন: বিচার বিভাগে সরকারের কোনো হস্তক্ষেপ নেই: কাদের
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষে ৩৫ লাখ দরিদ্র পরিবারকে উপহার হিসেবে আর্থিক সহায়তা দেবেন।
জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে এ বিষয়ে একটি তালিকা তৈরির নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: সন্ত্রাসী, ‘অতিউৎসাহি’ পুলিশ চসিক নির্বাচনের পরিবেশ নষ্ট করছে: অভিযোগ বিএনপির
করোনাভাইরাস মহামারি চলাকালীন ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য সরকারের পাশাপাশি দলমত নির্বিশেষে সব পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।