রাজধানীতে বিএনপির দুই দিনের মিছিলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেমন কোনো আপত্তি নেই।
তবে তারা মঙ্গলবারের কর্মসূচির রুট পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
তিনি বলেন, ‘আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে আমাদের এক দফা আন্দোলনের পদযাত্রা কর্মসূচি নিয়ে আলোচনা করেছি। তাদের তেমন কোনো আপত্তি নেই। আমরা তাদের সহযোগিতা চেয়েছি। আমরা আশা করি তারা আমাদের সঙ্গে সহযোগিতা করবে।’
রবিবার (১৬ জুলাই) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের বেইলি রোড কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি নেতা এ মন্তব্য করেন।
এ্যানি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনের রাস্তা এড়াতে ডিএমপি কর্তৃপক্ষ মঙ্গলবারের পদযাত্রা কর্মসূচির রুট পরিবর্তনের পরামর্শ দিয়েছে। ‘আমরা আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’
এছাড়া ২২ জুলাই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নির্ধারিত ‘তারুণ্যের সমাবেশ’ নিয়েও কথা হয়েছে বলেও জানান তিনি।
ডিএমপি বিএনপিকে পদযাত্রা কর্মসূচি পালনের মৌখিক অনুমতি দিয়েছে কি না জানতে চাইলে এই বিএনপি নেতা বলেন, আসলে আমরা তাদের (ডিএমপি) জানিয়েছি। বৈঠক চলাকালীন আমরা তাদের সহযোগিতা চেয়েছি এবং তারাও মৌখিকভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করবে বলে জানিয়েছেন।’
আরও পড়ুন: ঢাকা ছিনতাইমুক্ত না হওয়া পর্যন্ত ছিনতাইবিরোধী অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার
তিনি বলেন, তাদের দলের স্বেচ্ছাসেবকদের একটি দল রয়েছে, যারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য প্রতিটি স্পটে দায়িত্ব পালন করবে।
এ্যানি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করতে যাচ্ছি। কারণ আমরা জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনকে আরও জোরদার করতে চাই।’
লাউডস্পিকার ব্যবহারে কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, পুলিশ কর্তৃপক্ষ লাউডস্পিকার ব্যবহার না করে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানোর জন্য অনুরোধ করেছে।
অপর এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা বলেন, তাদের দল তাদের এক দফা দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করতে সমাবেশ, মিছিল, গণঅনশনসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে।
এর আগে গত ১২ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ‘একদফা’ আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এক দফা দাবি আদায়ে প্রথম কর্মসূচির অংশ হিসেবে তিনি ১৮ ও ১৯ জুলাই দুই দিনের দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।
এই বিএনপি নেতা বলেন, এক দফা দাবি আদায়ে ১৮ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশের সব মহানগর ও জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং ঢাকায় গাবতলী থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্তও একই কর্মসূচি পালিত হবে।
এছাড়া ১৯ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা করবে বলেও জানান তিনি।
বিএনপি ছাড়াও আরও ৩৬টি সমমনা রাজনৈতিক দল নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এক দফা আন্দোলন ও অনুরূপ কর্মসূচি ঘোষণা করেছে।
আরও পড়ুন: ঈদে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার
জামায়াতের বিক্ষোভ সমাবেশের অনুমতির বিষয়ে ডিএমপি কমিশনার সিদ্ধান্ত নেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী