বাংলাদেশ দূতাবাস আঙ্কারার উদ্যোগে ও আঙ্কারা সিটি করপোরেশন সহযোগিতায় “মুজিব বর্ষ” উদযাপনের অংশ হিসেবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর চারদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার আঙ্কারাস্থ সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রদর্শনীর উদ্বোধর করেন ডেপুটি মেয়র মিসেস গুলসুন বোর গুনের ও মান্যবর রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান।
আরও পড়ুন: রাজধানীতে ‘সুইডিশ ড্যাডস অ্যান্ড বাংলাদেশি বাবা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী
দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ আগস্ট বৃস্পতিবার থেকে শুরু হয়ে আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
আলোকচিত্র প্রদর্শনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বাংলাদেশের আলোকচিত্র প্রদর্শন করা হয়।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান এনডিসি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতার রাজনৈতিক কর্মকাণ্ড ও অবদানের প্রতি আলোকপাত করে তিনি বলেন যে, প্রদর্শনীর আলোকত্রিগুলোতেও তার সেই সুবিশাল কর্মযজ্ঞ প্রতিফলিত হয়েছে।
আরও পড়ুন: সীমান্ত হত্যার প্রতিবাদে ফেলানীর বাড়িতে আলোকচিত্র প্রদর্শনী
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রার কথা উল্লেখ করে বাংলাদেশ দূতাবাসের সাথে যৌথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করতে পেরে চানকায়ার ডেপুটি মেয়র আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রদর্শনীটি আগামী ১৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।