বাংলাদেশের পতাকাবাহী সর্বাধিক রাষ্ট্র ভ্রমণকারী প্রথম বাংলাদেশি নাজমুন নাহার এবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশে-বিদেশে তিনটি সম্মাননায় ভূষিত হয়েছেন।
তিনি লন্ডনে স্পেশাল অ্যাওয়ার্ড, বাংলাদেশে উইমেন ওয়ারিয়র অ্যাওয়ার্ড ও ব্র্যান্ডিং বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছেন।
৬ মার্চ লন্ডনে রয়েল রিজেন্সি কনভেনশন হলে নোয়াখালী উৎসবের এক আয়োজনে বিলেতে প্রবাসী নোয়াখালী বাসীর পক্ষ থেকে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস ও বিখ্যাত ব্যক্তিত্বদের উপস্থিতিতে নাজমুন নাহারকে দেয়া হয় 'স্পেশাল অ্যাওয়ার্ড।
আরও পড়ুন: ‘পিস রানার অ্যাওয়ার্ড' পেলেন বিশ্বজয়ী বাংলাদেশি পর্যটক নাজমুন নাহার
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশে রিয়াল হিরোস এক্সপো এন্ড কমিউনিকেশন আয়োজিত আইসিসিবি কনভেনশন হলে মুক্তিযোদ্ধামন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছ থেকে বাংলাদেশ উইমেন ওয়ারিয়র অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন নাজমুন নাহারের বড় বোন কামরুন নাহার।
একই দিনে ব্র্যান্ডিং বাংলাদেশ অ্যাওয়ার্ড পান নাজমুন নাহার। ই- ক্লাব(অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ) আয়োজিত গ্রীন হাউজ কনভেনশন হলে নেপালের রাষ্ট্রদূত কুমার রাজ এর হাত থেকে ব্র্যান্ডিং বাংলাদেশ অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন তাঁর বড় বোন জোবায়দাতুন নাহার।
প্রথম বাংলাদেশি হিসেবে নাজমুন নাহার বিশ্বের ১৫২টি দেশ ভ্রমণের মাধ্যমে এক ঐতিহাসিক মাইলফলক সৃষ্টি করেছেন।
ইতোপূর্বে তিনি 'পিস টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড' অনন্যা শীর্ষ দশ সম্মাননা,পিস রানার অ্যাওয়ার্ড, বিদ্রোহী নারী সম্মাননা, মিস আর্থ কুইন অ্যাওয়ার্ড, গেম চেঞ্জার অব বাংলাদেশ অ্যাওয়ার্ড, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল উইমেন অব বাংলাদেশ, গ্লোব অ্যাওয়ার্ড, অতীশ দীপঙ্কর গোল্ড মেডেল সম্মাননা, জনটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, তিন বাংলা সম্মাননা ও রেড ক্রিসেন্ট মোটিভেশনাল অ্যাওয়ার্ডসহ দেশে-বিদেশে মোট ৫০টির মতো সম্মাননা পেয়েছেন।
আরও পড়ুন: বিশ্বভ্রমণে ৫ দেশের জন্য বেঙ্গল এয়ারলিফট গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাজমুন নাহার