নারী দিবস
প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনার সব দায়িত্ব পালন করলেন বিমানের নারীরা
নারী দিবস উপলক্ষে প্রথমবারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করলেন নারীরা। ঢাকা-দাম্মাম রুটে ওই ফ্লাইটের পাইলট থেকে শুরু করে গ্রাউন্ড স্টাফ সবাই ছিলেন নারী।
দক্ষতা আর পেশাদারিত্বের অসামান্য অবদান রাখা নারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সম্মান জানিয়ে আন্তর্জাতিক নারী দিবসে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিন ফ্লাইট পরিচালনার সব বিভাগের দায়িত্ব পালন করেছেন নারী কর্মকর্তা-কর্মচারীরা।
শুক্রবার (৮ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দাম্মাম রুটের বিজি-৩৪৯ ফ্লাইটটি পাইলট হিসেবে পরিচালনা করেন বিমানের সিনিয়র নারী ক্যাপ্টেন আলিয়া মান্নান ও ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুম। এছাড়াও ফ্লাইটের ক্রুদের ব্রিফিং, চেক-ইন কাউন্টার, ফ্লাইট কভারেজ, কেবিন ক্রু ও ককপিট ক্রু হিসেবে দায়িত্বে ছিলেন নারী।
আরও পড়ুন: রন্ধন দক্ষতায় নারী ক্ষমতায়নে কাজ করছেন শেফ জাহিদা বেগম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের (অতিরিক্ত সচিব) নির্দেশনায় এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মহাব্যবস্থাপক (প্রশাসন), মহাব্যবস্থাপক (জনসংযোগ), মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা), প্রধান চিকিৎসা কর্মকর্তা হিসেবে নারীরা দায়িত্বরত।
বিমানে ১৫ জন অভিজ্ঞ নারী পাইলট রয়েছেন যা পুরুষ ও নারী পাইলটদের আন্তর্জাতিক গড় ৬ শতাংশের প্রায় দ্বিগুণ (১০.৪)। এছাড়াও রয়েছে প্রশিক্ষিত ও দক্ষ ৩৪৫ জন নারী কেবিন ক্রু।
আরও পড়ুন: কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়েছে, সিদ্ধান্ত গ্রহণে নয়: জবি ভিসি
গ্রাউন্ড স্টাফ, নারী প্রকৌশলী, নারী প্রকৌশল ইনস্ট্রাক্টরসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব শাখায় নারী কর্মকর্তা-কর্মচারী রয়েছে।
আরও পড়ুন: ঈদুল ফিতর উপলক্ষে বিমানের অতিরিক্ত ফ্লাইট
৪২১ দিন আগে
নারী দিবস উপলক্ষে রাজধানীতে উইমেন এম্পাওয়ারমেন্ট মিট অ্যান্ড ফেয়ার আয়োজিত
নারী দিবসকে সামনে রেখে ‘পাওয়ার অব শি’র আয়োজনে দুই দিনব্যাপী ‘উইমেন এম্পাওয়ারমেন্ট মিট অ্যান্ড ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত উইমেন সামিট ও দেশীয় পণ্যের এক্সিবিশনের উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। এ আয়োজনের সভাপতিত্ব করেন পাওয়ার অব শি-এর প্রজেক্ট চিফ সাবিনা স্যাবি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি) জুনায়েদ আলম সরকার।
এ আয়োজনে নারীদের শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক সমস্যা ও সমাধান নিয়ে চারটি আলাদা সেমিনার অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে নারী উদ্যোক্তারা নিজেদের বিভিন্ন ব্যবসায়িক পণ্য প্রদর্শন ও বেচাকেনা করেন।
বিভিন্ন সেক্টরের সফল নারীরা এ আয়োজনে উপস্থিত হয়ে তাদের জীবনের সফলতার গল্প তুলে ধরেন।
প্রথমদিন নারী উদ্যোক্তা আঁখি ভদ্রের সঞ্চালনায় ‘নারীদের অনলাইন ব্যবসা, সাইবার বুলিংসহ নানান প্রতিবন্ধকতা এবং সমাধান’ বিষয়ে আলোচনায় অংশ নেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম সরকার, পটের বিবির কর্ণধার ফোয়ারা ফেরদৌস, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ।
একই দিন বিকেলে ‘চল্লিশোর্ধ্ব নারীদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সমাধান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সামিটের দ্বিতীয় দিনের প্রথম সেশনে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা ইকবাল বাহারের সভাপতিত্বে ‘স্টার্টআপ বিজনেসে নারীর প্রতিবন্ধকতা এবং সমাধান’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
৪২৭ দিন আগে
আন্তর্জাতিক নারী দিবস: আমেনার দায় নিবে কে
বিশ্বে ঘটা করে যখন পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তখন দিনাজপুরের নবাবগঞ্জে ৩২টি বছর ধরে রাস্তা-ঘাট, দোকান, শিক্ষা-প্রতিষ্ঠানের বারান্দা ও শহীদ মিনারের ময়লা-আবর্জনা পরিস্কার করে চলেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী।
এতদিনেও তার পরিচয় বা ঠিকানা জানতে পারেননি কেউ। স্থানীয় ব্যবসায়ীরা জীবনযুদ্ধে সংগ্রামী এই বৃদ্ধ নারীর নাম দিয়েছেন আমেনা। সবাই তাকে আমেনা নামেই চেনেন-জানেন। অন্যের দেয়া খাবার খেয়ে জীবন নির্বাহ করেন তিনি। এখন বয়সের ভাড়ে ন্যুয়েপড়া এই নারী কোনো দোকান কিংবা কোন শিক্ষা-প্রতিষ্ঠানের বারান্দায় শীত, গরম আর বৃষ্টিতে পার করছেন দিনরাত। কিন্তু আজও তার ভাগ্যে জুটেনি মাথা গোঁজার ঠাই। মেলেনি অন্য কোন সুযোগ-সুবিধা। পাননি পরিবারের খোঁজ।
আরও পড়ুন: আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি বিস্তারিত জানালেন প্রতিমন্ত্রী
কবি লিখেছেন ধু-ধু জ্বলে উঠো ধূমায়িত অগ্নি/ জাগো মাতা, কন্যা, বধূ জায়া ভগ্নি এই কবিতায় নারীরা তাদের চিন্তা, চেতনায়, কর্মে, মননে, শিক্ষায়, সংস্কৃতিতে জেগে উঠবে- কবি হয়ত সেটাই বুঝাতে চেয়েছেন। হয়ত কেউ পেরেছেন নিজেকে প্রতিষ্ঠিত করতে, কেউ বা অন্যের সহযোগিতা না পেয়ে হেরে গেছেন নিজের কাছে। তাদের এমনই একজন আমেনা পাগলি। অনেকে তাকে আমেনা পাগলি নামেও ডাকেন।
নবাবগঞ্জ শহরের ব্যবসায়ীরা জানান, ১৯৯০-৯১ সালের কথা। শহরের ফুটপাত, রাস্তা, দোকান-পাটের সামনে মাঝবয়সী অপরিচিত এক নারীকে ঘোরাঘুরি করতে দেখা যায়। সে কারও কাছে ভিক্ষা চায় না। যদি কেউ ইচ্ছা করে কিছু দেয় সেটি গ্রহণ করে। না দিলে চায় না। সে শহরের এমাথা থেকে ওমাথা পর্যন্ত ঘোরাঘুরি করে। হঠাৎ একদিন আমরা দেখি কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই নারী শহরের ফুটপাত, রাস্তা, দোকানের সামনে, শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দা, শহীদ মিনার, উপজেলা পরিষদের চত্বরে জমে থাকা ধূলা, ময়লা, আবর্জনার স্তুপ পরিস্কার-পরিচ্ছন্ন করছে।
ব্যবসায়ীরা আরও জানান, সে পরিচ্ছন্নতা কর্মী না। কিন্তু বিনা পয়সায় এই কাজ করছে। তার এই কাজ দেখে আমাদের মধ্যে কৌতূহল জাগে। আমরা তার নাম, ঠিকানা জানতে চাইলে সে কোনো কথাও বলে না। শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। তখন আমরা তার নাম দেই আমেনা। সে এখন সবার কাছে প্রিয়মুখ হয়ে উঠেছে।
স্থানীয় দোকানদার আব্দুল খালেক ও ফরিদুল ইসলাম জানান, সে দোকানের বারান্দা ঝাড়ু দেয়ার পাশপাশি কাঁদা দিয়ে লেপে দেয়। নিষেধ করলে শুনে না। বরং সে ক্ষিপ্ত হয়ে উঠে। দীর্ঘ ৩২টি বছর এভাবে কোলাহলমুক্ত ছোট্ট শহরের মানুষের হৃদয়ে সে ঠাই করে নিয়েছে। যা কিছু করে তা আপন খেয়ালেই করে। তার একটি পছন্দের কুকুর আছে। আমেনা তিন বেলা খেলে তার কুকুরকে তিনবেলা খেতে দেয়। পাশাপাশি একসঙ্গে ঘুমায়ও।
নবাবগঞ্জের স্থানীয় সাংবাদিক সুলতান মাহমুদ জানান, আমেনার থাকার কোন ঘর নেই। রোদ- বৃষ্টি, শীত কি? যখন মনে চায় কোন এক দোকানের বারান্দা বা শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায় সে রাত কাটায়। আমেনা দীর্ঘ ৩২ বছর ধরে এখানে বসবাস করছে। সে কথা বলতে পারে না। সে কি যেন মনে মনে বলে। কিন্তু সেই কথা বা ভাষা বোঝা যায় না। আমরা তার পরিবারের কোন খোঁজ পায়নি।
আরও পড়ুন: আন্তর্জাতিক নারী দিবস আজ
নবাবগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম জানান, আমেনাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে একটি ঘর সহ সরকারের সুবিধাগুলো দেয়া দরকার। তাহলে হয়ত আমেনা শেষ বয়সে হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। যে নারী তার সারাজীবনে অন্যের ভালো করছে, সেই নারীর শেষ জীবনে কোথায় ঠাঁই হবে। শেষ জীবনে কে নিবে তার দায়িত্ব? এজন্য কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা জানান, আমেনার বিষয়টি আমাদের নজরে এসেছে। সে সরকারের সুবিধা যেন পায় সেটা ভেবে দেখছি।
নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জানান, তাকে আমরা একটি ঘর করে দিব। সে ওই ঘরে থাকবে কিনা বলতে পারব না। কারণ সে দোকান বা শিক্ষা-প্রতিষ্ঠানের বারান্দায় থাকতে পছন্দ করে। তারপরেও আমেনার বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।
এদিকে সরকার নারী উদ্যোক্তা তৈরি এবং নারীর ক্ষমতায়নে নানা উদ্যোগ নিয়েছে। কিন্তু পিছিয়ে পড়া এই নারীদের ব্যাপারে উদ্যোগ নিবে সরকার এই প্রত্যাশা করছেন অনেকে।
আরও পড়ুন: ইউএনবিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
৭৮৭ দিন আগে
নারী দিবসে ৩ সম্মাননা পেলেন বিশ্বজয়ী বাংলাদেশি পর্যটক নাজমুন নাহার
বাংলাদেশের পতাকাবাহী সর্বাধিক রাষ্ট্র ভ্রমণকারী প্রথম বাংলাদেশি নাজমুন নাহার এবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশে-বিদেশে তিনটি সম্মাননায় ভূষিত হয়েছেন।
তিনি লন্ডনে স্পেশাল অ্যাওয়ার্ড, বাংলাদেশে উইমেন ওয়ারিয়র অ্যাওয়ার্ড ও ব্র্যান্ডিং বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছেন।
৬ মার্চ লন্ডনে রয়েল রিজেন্সি কনভেনশন হলে নোয়াখালী উৎসবের এক আয়োজনে বিলেতে প্রবাসী নোয়াখালী বাসীর পক্ষ থেকে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস ও বিখ্যাত ব্যক্তিত্বদের উপস্থিতিতে নাজমুন নাহারকে দেয়া হয় 'স্পেশাল অ্যাওয়ার্ড।
আরও পড়ুন: ‘পিস রানার অ্যাওয়ার্ড' পেলেন বিশ্বজয়ী বাংলাদেশি পর্যটক নাজমুন নাহার
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশে রিয়াল হিরোস এক্সপো এন্ড কমিউনিকেশন আয়োজিত আইসিসিবি কনভেনশন হলে মুক্তিযোদ্ধামন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছ থেকে বাংলাদেশ উইমেন ওয়ারিয়র অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন নাজমুন নাহারের বড় বোন কামরুন নাহার।
একই দিনে ব্র্যান্ডিং বাংলাদেশ অ্যাওয়ার্ড পান নাজমুন নাহার। ই- ক্লাব(অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ) আয়োজিত গ্রীন হাউজ কনভেনশন হলে নেপালের রাষ্ট্রদূত কুমার রাজ এর হাত থেকে ব্র্যান্ডিং বাংলাদেশ অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন তাঁর বড় বোন জোবায়দাতুন নাহার।
প্রথম বাংলাদেশি হিসেবে নাজমুন নাহার বিশ্বের ১৫২টি দেশ ভ্রমণের মাধ্যমে এক ঐতিহাসিক মাইলফলক সৃষ্টি করেছেন।
ইতোপূর্বে তিনি 'পিস টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড' অনন্যা শীর্ষ দশ সম্মাননা,পিস রানার অ্যাওয়ার্ড, বিদ্রোহী নারী সম্মাননা, মিস আর্থ কুইন অ্যাওয়ার্ড, গেম চেঞ্জার অব বাংলাদেশ অ্যাওয়ার্ড, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল উইমেন অব বাংলাদেশ, গ্লোব অ্যাওয়ার্ড, অতীশ দীপঙ্কর গোল্ড মেডেল সম্মাননা, জনটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, তিন বাংলা সম্মাননা ও রেড ক্রিসেন্ট মোটিভেশনাল অ্যাওয়ার্ডসহ দেশে-বিদেশে মোট ৫০টির মতো সম্মাননা পেয়েছেন।
আরও পড়ুন: বিশ্বভ্রমণে ৫ দেশের জন্য বেঙ্গল এয়ারলিফট গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাজমুন নাহার
১১৪৯ দিন আগে
ঝাড়ুর হাতে ফুল তুলে দিলেন ডিসি
প্রতিদিন ঝাড়ু হাতে যে মানুষগুলো শহর পরিচ্ছন্ন করেন, সেই মানুষগুলোর হাতে ফুল ও উপহার তুলে দিয়েছেন ফেনী জেলা প্রশাসক (ডিসি), মেয়র ও জেলার গণ্যমান্য ব্যক্তিরা।
নারী দিবসের প্রথম প্রহরে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের আয়োজনে ও ফেনী পৌরসভার সহযোগিতায় শহরের অর্ধ শতাধিক নারী পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে এই উপহার সামগ্রী দেয়া হয়।
আরও পড়ুন: সহিংসতার সম্মুখীন নারীদের সহায়তা খুবই জরুরি: আইনমন্ত্রী
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তায় মঙ্গলবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফেনী পৌর সভার নারী পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৫০ জন পরিচ্ছন্নতাকর্মীদের ফুল দিয়ে বিশেষভাবে শুভেচ্ছা জানানো হয়। এই সময় তাদেরকে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষ থেকে শাড়ি ও কম্বল দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
আরও পড়ুন: ইউএনবিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
এছাড়া বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ড. মন্জুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের সভাপতি মঞ্জিলা আক্তার মিমি, জেলা প্রশাসকের তনয়া আদিবা মাহমুদ রোদেলা উপস্থিত ছিলেন।
১১৫২ দিন আগে
নারী দিবস উদযাপনে দারাজের আকর্ষণীয় অফার
দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে নারীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সম্প্রতি ‘লেট হার এক্সপ্লোর, টু কনকার’ শীর্ষক একটি ক্যাম্পেইন শুরু করেছে।
১৫১৬ দিন আগে
নারী দিবসে নেত্রকোণায় ৩ নারী গাড়িচালক নিয়োগ
আন্তর্জাতিক নারী দিবসে নেত্রকোণা জেলা প্রশাসনের গাড়িচালক পদে তিনজন নারী নিয়োগ পেয়েছেন।
১৫১৬ দিন আগে
নারীদেরকে আয় রোজগারের কাজে নিযুক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দেশের নারীদের অর্থনৈতিক স্বাধীনতার জন্য অলসভাবে ঘরে না বসে থেকে আয় রোজগারের কাজে নিজেদেরকে নিযুক্ত করার আহ্বান জানিয়েছেন।
১৫১৭ দিন আগে
নারী-পুরুষ সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি আবদুল হামিদ রবিবার নারী-পুরুষ সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
১৫১৮ দিন আগে