নোবিপ্রবির অনুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ এ দলটির নেতৃত্ব দিয়েছেন বলে শনিবার নোবিপ্রবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ গবেষণার জন্য নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড-১৯ আইসোলেশন সেন্টারের নর্দমা, পয়নিষ্কাশন ব্যবস্থা ও শৌচাগারের সঞ্চালন লাইন থেকে গত ১০ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত পানির নমুনা সংগ্রহ করা হয়।
এতে বলা হয়, গবেষক দলটি সংগৃহীত ওই নমুনায় ওআরএফ১এবি এবং এন প্রোটিনসহ বেশ কিছু জিনের উপস্থিতি খুঁজে পেয়েছে।
যদিও বিশ্বজুড়ে পানি শোধনাগারের পানিতে কোভিড-১৯ পাওয়া যায় কিনা তা খোঁজার চেষ্টা করা হলেও এ গবেষক দলটি আইসোলেশন কেন্দ্রের বর্জ্য পানি নিয়ে প্রথম এ ধরনের গবেষণার কথা চিন্তা করেন।
এছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটেও বর্জ্য পানিতে সার্স-কোভি-২ আরএনএ শনাক্ত হওয়ার ঘটনা এটাই প্রথম।
এ গবেষণার কাজে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জাকারিয়া ও ড. মাকসুদ হোসেন, নোবিপ্রবির অধ্যাপক ফিরোজ আহমেদ, অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ফয়সাল হোসেন, মো. শাহাদাত হোসেন, আমিনুল ইসলাম, মা. মাইন উদ্দিন, মো. নুর ইসলাম যুক্ত ছিলেন।