বুধবার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম ফেরদৌস আরার আদালতে তিনি আত্মসমর্পণ করেন।
পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
গত ৩০ আগস্ট রাউজান থানার একটি অস্ত্র মামলায় পলাতক বিধান বড়ুয়াকে ১৭ বছরের সাজা দেয়া হয়।
আদালতে আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সমির দাশগুপ্ত বলেন, অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি বিধান বড়ুয়া আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ৪ অক্টোবর রাত ৯টায় আসামির বসতঘর থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে রাউজান থানা পুলিশ। এ ঘটনায় বিধান বড়ুয়ার বিরুদ্ধে পূর্ব গুজরা তদন্তকেন্দ্রের সহকারী পরিদর্শক (এসআই) মহসিন রেজা একটি মামলা করেন। ২০১৬ সালের ২৩ নভেম্বর আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। রায়ের আগে এ মামলায় আট সাক্ষীর মধ্যে বাদীসহ সাতজনই আদালতে সাক্ষী দিয়েছেন।