ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে স্থানীয় প্রশাসন।
পরিসংখ্যানে বলা হয়, সাতক্ষীরায় ৭৮ ইউনিয়নের মধ্যে ১২ ইউনিয়নের ৫০ হাজার ৮০০ মানুষ ও চার হাজর ৭৬৫ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৮ কোটি টাকার মাছ নদীতে ভেসে গেছে।
আরও পড়ুন: ইয়াসের প্রভাবে সুন্দরবনে ক্ষয়ক্ষতি নিরুপণে ৪টি টিম গঠন
সংশ্লিষ্টরা জানান, সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ধসেপড়া ভেড়িবাঁধের অধিকাংশ জায়গা সংস্কার করা সম্ভব হলেও দ্বীপ ইউনিয়ন শ্যামনগরের পদ্মপুকুর ও আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন এখনও জোয়ারের পানিতে তলিয়ে আছে। এই দুটি ইউনিয়নে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তবে স্থানীয় মানুষ ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের চেষ্টা অব্যাহত রেখেছে। দুর্গত এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ইয়াসে বাগেরহাটে সাড়ে ৬ কোটি টাকার মাছ ভেসে গেছে : মৎস্য বিভাগ
অনেক স্থানে এখনও সরকারি সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ উঠেছে।
এছাড়া দুর্গত এলাকায় খাবার পানি ও শুকনা খাবারের অভাব দেখা দিয়েছে বলে জানা যায়।