ঈদুল আজহার বন্ধে বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও জরুরি সেবা হিসেবে চালু থাকছে অক্সিজেন আমদানি।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অনুপম চাকমা । তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দর চারদিন বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদা বেড়েছে। এজন্য দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল থাকবে। এছাড়া আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস কর্মকর্তাদের দুটি টিম প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুনঃ ঈদুল আজহা: হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি ৬ দিন বন্ধ
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ঈদের ছুটির মধ্যেও যে সব আমদানিকারকরা অক্সিজেনসহ জরুরি পণ্য আমদানি করে থাকে তারা চাইলে এসব পণ্য ঈদের বন্ধের মধ্যেও আমদানি করতে পারবেন। এসব পণ্য যাতে দ্রুত খালাস নিতে পারেন সেজন্য আমদানিকারকদের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।