কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) রাত ১১টার দিকে উখিয়া পালংখালী ৯ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত যুবক মোহাম্মদ কবির আহমদ (২৮) কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আবুল হোসেনের ছেলে।
আরও পড়ুন: বান্দরবানে ইউপিডিএফ-কেএনএফ এর গোলাগুলিতে নিহত ৮
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী শুক্রবার (১২ মে) দুপুর ২টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ২০ থেকে ২৫ জনের মুখোশধারী দুর্বৃত্তের দল হঠাৎ রোহিঙ্গা যুবককে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, কী কারণে এ যুবককে গুলি করে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।
আরও পড়ুন: কক্সবাজারে সংরক্ষিত বনাঞ্চলে দস্যুদের গুলিতে ৪ বনকর্মী আহত