কক্সবাজারের রামু মরিচ্যা চেকপোস্টে লবণবোঝাই ট্রাক থেকে ১৮ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের হোতাসহ ২ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে রামু মরিচ্যা চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, টেকনাফের জাহাজপুরা মহেশখাইল্লা পাড়ার ট্রাকচালক হোসাইন আহমদ ও হেলপার হারুন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবির সদর দপ্তরের প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবির এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: কক্সবাজারে ২.৬০ লাখ ইয়াবা ও ১.০৫ কেজি ক্রিস্টাল মেথ জব্দ: বিজিবি
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে টেকনাফ থেকে ছেড়ে আসা লবণবোঝাই ট্রাক করে একটি মাদকের চালান পাচার হচ্ছে। এমন খবরে বিজিবির আভিযানিক দল আইসের মূলহোতা ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়।
তিনি আরও জানান, পরে বিশেষ কায়দায় লুকায়িত বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। যার পরিমাপ ১৮ কেজি ২০০ গ্রাম।
জব্দ আইসের মূল্য আনুমানিক ৯০ কোটি টাকা বলে উল্লেখ করেন এই বিজিবি কর্মকর্তা।
বিজিবি’র এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকারোক্তি দিয়েছেন- আইসের এটি সর্বোচ্চ চালান ছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগতব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: টেকনাফ থেকে ৩ কেজি ক্রিস্টাল মেথ জব্দ
কক্সবাজারে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্রিস্টাল মেথের চালান জব্দ: বিজিবি