গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনা শনাক্তের হার ৪৪ দশমিক ১৯। এসময় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে আইসিইউতে একজনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন।
আরও পড়ুন: বাগেরহাটে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৫০ শতাংশ
এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে রবিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তির সংখ্যা ৪২ জন। এর মধ্যে রাজশাহীর ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জের চার, নওগাঁর তিন, নাটোর, চুয়াডাঙ্গা, জয়পুরহাটে একজন করে, পাবনার পাঁচ ও কুষ্টিয়ার তিন জন রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ৩০ জন, উপসর্গ নিয়ে ১০ জনে ও ভর্তিকৃত দুই রোগীর করোনা ধরা পড়েনি। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিন জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ জন রোগী।
আরও পড়ুন: একদিনে খুলনায় করোনায় ২ মৃত্যু
গত শনিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯১ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৩৯ জনের পজিটিভ এসেছে। একই দিনে রামেক ল্যাবে ২৭৮ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা ধরা পড়েছে। এই দিন করোনা শনাক্তের হার রাজশাহীতে ৪৪ দশমিক ১৯।