গত ২৪ ঘণ্টায় বগুড়ার দুটি সরকারি হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু সংখ্যা শনিবার সকাল পর্যন্ত ৪১৬ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ৪ মৃত্যু শনাক্ত ৯৪
শনিবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩১১ নমুনা পরীক্ষায় নতুন করে ১১২জন করোনা শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্ত ১১২জনের মধ্যে বগুড়া সদর উপজেলায় ১০০ জন, শিবগঞ্জ উপজেলায় তিনজন, আদমদীঘিতে দুইজন, কাহালুর দুইজন, শাজাহানপুরে দুইজন, শেরপুর, ধুনট ও গাবতলী উপজেলায় একজন করে রয়েছেন।
আরও পড়ুনঃ দেশে করোনায় টানা সাতদিন শতাধিক মৃত্যু
শনিবার সকাল পর্যন্ত জেলায় কোয়ারেন্টাইনসহ করোনায় চিকিৎসাধীন রয়েছেন ৯৩২জন।