করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে নড়াইল সদর উপজেলার গোবরা উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. ইয়ানুর রহমানের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
নড়াইল আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বাবু জানান, ইয়ানুর রহমান গত কয়েক দিন যাবৎ শ্বাসকষ্ট, জ্বর ও গলাব্যথাসহ করোনার বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তিনি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন শুক্রবার জানান, নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৮৭৫ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে নড়াইলের পুলিশ সুপার ও ১২ চিকিৎসকসহ ৫৬৪ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং ১২ জন মারা গেছেন।