ঈদকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে বিপনীবিতানগুলো খুলে দিয়েছে সরকার। আর এরই সুযোগে ফরিদপুরের মার্কেটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ফরিদপুর শহরের নিউ মার্কেট, চকবাজার কাপড় পট্টি, তিতুমির বাজার, হাজী শরীয়াতুল্লাহ বাজারে সরেজমিনে দেখা গেছে, ক্রেতাদের সরব উপস্থিতি। এদের কেউ কেউ মুখে মাস্ক পরলেও অধিকাংশের মুখে তা নেই। আবার দোকানগুলোতে সামাজিক দূরত্ব নেই।
আরও পড়ুন: করোনা: ফরিদপুরে আা’ লীগের খাদ্য সামগ্রী বিতরণ
এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, সরকার ব্যবসায়ীদের কথা চিন্তা করেই শর্ত সাপেক্ষে মার্কেট খুলে দিয়েছে, তবে আমরা লক্ষ্য করছি ক্রেতা বা বিক্রেতার কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। আমরা চেষ্টা করছি কমপক্ষে মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে। প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুরে আরও তিনজানের প্রাণহানি হয়েছে। এ পর্যন্ত জেলায় ১৬৩ জন মারা গেছেন। মোট আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭৭ জন।