সিলেটের কানাইঘাটে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে ১৩ লাখ টাকা লুট করার ঘটনা ঘটেছে। এসময় ব্যবসায়ীকে রক্ষা করতে এগিয়ে আসা এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ ৪র্থ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন (৩৩) ওই গ্রামের হবিবুর রহমানের ছেলে।
ভুক্তভোগী ব্যবসায়ী শাহাব উদ্দিনও (৫০) একই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
অন্যদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার জামাল উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া এ ঘটনায় জড়িত বাকি চারজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
ভুক্তভোগী শাহাব উদ্দিন বলেন, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে বাজার থেকে একই গ্রামের তার বিশ্বস্থ লোক গিয়াস উদ্দিনকে সঙ্গে নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তিনি একাই তার বাড়িতে যেতে পারবেন বলে গিয়াসকে তার নিজ বাড়িতে চলে যাওয়ার জন্য বলেন। তিনি তার বাড়ির পাশে আসামাত্র সেখানে একই গ্রামের জাহির আলীর ছেলে সিরাজুল হক, সোনাতনপুঞ্জি গ্রামের শফিকুল হকের ছেলে ইমন উদ্দিন, একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে নেওয়াজ উদ্দিনসহ অপরিচিত আরও দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন।
আরও পড়ুন: সিলেটে চা বাগান থেকে যুবকের লাশ উদ্ধার
এ সময় তারা এখানে কেনো দাঁড়িয়ে আছে জানতে চাইলে তারা শাহাব উদ্দিনকে বলেন, তাদের কিছু ভারতীয় মালামাল এদিকে আসছে। শাহাব উদ্দিন তখন তাদের পাশ দিয়ে বাড়ি যেতে চাইলে তার পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে শাহাব উদ্দিনের সঙ্গে থাকা ব্যবসার প্রায় ১৩ লাখ টাকা লুট করে তারা।
এ সময় তিনি অভিযুক্ত জামাল উদ্দিনকে জাপটে ধরে চিৎকার শুরু করলে লুটকারী বাকি চারজন দৌঁড়ে পালিয়ে যায়। তখন শাহাব উদ্দিন মোবাইলে ফোন করে গিয়াসকে তাকে বাঁচাতে এগিয়ে আসার জন্য বলেন। শাহাব উদ্দিনের চিৎকারে তার ছেলেসহ আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারী জামালকে আটক করেন।
একপর্যায়ে শাহাব উদ্দিন গিয়াসকে আবারো বারবার ফোন দিলে তিনি ফোন রিসিভ না হওয়ায় এলাকার লোকজন গিয়াসকে খুঁজতে বের হলে একই গ্রামের মৌলভী খলিলুর রহমানের বাড়ির পশ্চিম পাশের খেত থেকে গিয়াসের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন।
তিনি আরও বলেন, তার ধারণা গিয়াস তাকে সাহায্য করতে আসার সময় পালিয়ে যাওয়া অপর চার হামলকারীর হাতেই খুন হয়েছেন গিয়াস।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীরের বলেন, শাহাব উদ্দিনের ওপর হামলা চালিয়ে যারা টাকা ছিনিয়ে নিয়েছে তারাই গিয়াস উদ্দিনকে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জাড়িত থাকার দায়ে জামাল উদ্দিন নামের একজনকে আমরা আটক করেছি এবং এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করতে এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
টাকা লুট ও হত্যাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
অন্যদিকে, নিহতের লাশ ময়নাতদন্তের পর বুধবার (২৮ জুন) বিকাল ৪টার দিকে পরিবারের কাছে হস্তান্তরের পর বাদ মাগরিব নিহত গিয়াস উদ্দিনের জানাজার নামাজ বড়বন্দ বাজার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।