ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে শনিবার সকালে নদীতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
মৃত হুসাইন (২) ওই গ্রামের নাহিদ হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, সকালে বাড়ির পাশে খেলার সময় নিখোঁজ হয় শিশু হুসাইন। অনেক খোঁজাখুঁজির পর পাশের চিত্রা নদীতে শিশুটিকে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেসরকারি সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্স বাংলাদেশের (সিআইপিআরবি) গবেষণা অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর ১২ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়, যাদের বয়স ১-৪ বছর। এ হিসাবে প্রতিদিন গড়ে ৩২ শিশুর মৃত্যু হয় পানিতে ডুবে।