কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পরীক্ষা দিতে এসে সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে অপর ভাই।
বুধবার (১৪ জুন) সকালে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পাকুন্দিয়া উপজেলাধীন কালিয়াচাপড়া উচ্চ বিদ্যালয়ের সামনে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে এ দুর্ঘটনা ঘটে
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
নিহত অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ হুসাইন (১৩) ও গুরুতর আহত মোহাম্মদ হাসান (১৩) পাকুন্দিয়া উপজেলার আদর্শ পাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে।
এরা দু’জনই কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এবং যমজ ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে স্কুলের সামনে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস তাদের সাইকেলকে ধাক্কা দেয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় দুই ভাইকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হুসাইনকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসকের পরামর্শে হাসানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে। তবে চালকের পরিচয় পাওয়া গেছে। চালককে আটক এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।