কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি জিম সেন্টারে রাকিব (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুন) সন্ধ্যার দিকে উপজেলার পৌর শহরের গরুরহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় জিমরত অবস্থায় রাকিব অসুস্থ হয়ে ঢলে পড়েন। তাকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজধানীতে গ্যাসলাইন বিস্ফোরণে আহত জবি শিক্ষার্থীর মৃত্যু
এই বিষয়ে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মিঠুন রানা জানান, সোমবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে রাকিবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
তিনি আরও জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে যে জিমরত অবস্থায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন।
তিনি জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাকিবের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক আমাদের জানিয়েছেন। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।