উপজেলার বড় নওগাঁ গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত মো. মামুন বেপারী (২২) ওই গ্রামের জলিল বেপারীর ছেলে।
আটক ব্যক্তিরা হলেন- একই এলাকার সাহেব আলী মাল ও তার ভাই বিল্লাল মাল।
স্থানীয়দের বরাতে ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নওগাঁ গ্রামের সাহেব আলী মালের মেয়ে সম্পা আক্তারকে (১৪) একই গ্রামের মামুন বেপারী দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
ওসি জানান, সোমবার বিকালে সম্পা বাড়ির সামনে গেলে মামুন তাকে কুপ্রস্তাব দেয় এবং জড়িয়ে ধরার চেষ্টা করে। এ ঘটনা সম্পা তার বাবা সাহেব আলীকে জানায়। পরে তিনি মামুনের বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রতিবাদ করলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাহেব আলী মামুনের পেটে ছুরিকাঘাত করে। এসময় আহত মামুন ঘর থেকে দা এনে সাহেব আলী ও তার ভাই বিল্লালকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহত মামুনকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা জলিল বেপারী সাতজনকে আসামি করে ডামুড্যা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাহেব আলী ও বিল্লালকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।