প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও তার ছেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার জাকির ও তার ছেলে সাফায়াত বিন জাকির রৌমারী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আওয়ামী লীগ ২৯৮টি আসনে প্রার্থী তালিকা ঘোষণার ২ দিন পর মনোনয়ন পত্র সংগ্রহ করেন জাকির।
আরও পড়ুন: ঢাকায় ৯টি আসনে নতুন মুখকে মনোনয়ন দিয়েছে আ.লীগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন বিপ্লব হাসান পলাশ।
রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিপ্লব হাসান দলীয় মনোনয়ন পেয়েছেন এবং জাকির ও তার ছেলে মনোনয়ন ফরম সংগ্রহ করায় তা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার শামিল।’
কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন জানান, কুড়িগ্রাম-৪ আসনে প্রতিমন্ত্রীসহ ৪ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আরও পড়ুন: নৌকা প্রতীকের মনোনয়ন কিনেছেন যেসব তারকা