কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানসিক ভারসাম্যহীন এক মায়ের বিরুদ্ধে তার ৪০ দিনের কন্যা শিশুকে ঘরের দেয়ালে আছাড় দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার বলদিয়া ইউনিয়নের সাধুর মোড় ব্রহ্মতর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম উষা খাতুন। অভিযুক্ত মা জুই খাতুন (২২) ব্রহ্মতর গ্রামের স্বপন মিয়ার স্ত্রী।
জানা গেছে, জুই ও স্বপন মিয়ার বিয়ের কিছুদিন পর জুই খাতুনের মানসিক রোগ দেখা দেয়। ঘটনার দিন বুধবার বাবার বাড়িতে সন্ধ্যা সাতটার দিকে জুই তার শিশু কন্যাকে ঘরের দরজা বন্ধ করে দেয়ালে আছাড় দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
আরও পড়ুন: যশোরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক মা ও নিহত শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জুই খাতুনের স্বামী ও শিশুটির বাবা স্বপন মিয়া বলেন,আমার স্ত্রী জুই মানসিকভাবে ভারসাম্যহীন। সে মাঝে মধ্যেই পাগলের মতো আচরণ করত। তার চিকিৎসাও চলছে।
এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির লাশ মর্গে পাঠানো হয়েছে। যেহেতু শিশুটির মা মানসিক ভারসাম্যহীন বলে আমরা জানতে পেরেছি সেক্ষেত্রে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে মাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার