কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি জামাল উদ্দিনকে হত্যার দায়ে ৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া আরও ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড
রবিবার (১২ মে) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ জানুয়ারি আলকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছমাইল হোসেন বাচ্চুর বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় জামাল উদ্দিনকে বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে অপহরণ করে গুলি ও কুপিয়ে হত্যা করে।
এ ব্যাপারে নিহতের বড় বোন জোহরা বেগম ২১ জনকে এবং কয়েকজনকে অজ্ঞাত দেখিয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা করে।
পুলিশ দীর্ঘ তদন্ত শেষে এজহার নামীয় ২১ জন ও তদন্ত প্রাপ্ত ২ জনকেসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে।
এ মামলায় ৪৩ জন সাক্ষীর মধ্যে ২০ জন সাক্ষ্য দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একজন ছাড়া বাকিরা সবাই পলাতক।
আরও পড়ুন: অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন