কুষ্টিয়ার খোকসা উপজেলায় একই রাতে সাপের কামড়ে নববধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের হাবিবুল বাহাররের স্ত্রী কামরুন্নাহার (১৭) ও হাবিবুল বাহাররের মা জয়নব বেগম (৪৮)।
আরও পড়ুন:সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
জয়নব বেগমের ছেলে জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মুন্নাফ হোসেন জানান, রাতে প্রায় একই সময়ে তার মা জয়নব ও ছোট ভাইয়ের স্ত্রী কামরুন্নাহারের হাতে ও মাজায় পোকায় কামড় দেয়ার কথা জানান। ভোরে তাদের হাসপাতালে নেয়া হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসার এক পর্যায়ে আগে কামরন্নাহার ও পরে মা জয়নব বেগমের মৃত্যু হয়।
জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান টিপু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল জানান, দু'জনকেই একেবারে মুমূর্ষু অবস্থায় ভোরে হাসপাতলে নিয়ে আসেন স্বজনরা। প্রাথমিকভাবে ধারণা করা হয় তাদের সাপে কেটেছে।