কুষ্টিয়া গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ছিল ১৮ জন।
সোমবার সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জুলাইয়ে খুলনা বিভাগে করোনায় ১৩১৮ মৃত্যু
আক্রান্ত ও উপসর্গ নিয়ে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২২৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৭৬ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৪৭ জন।
কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ১১২৫ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৬৬ শতাংশ।
জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৪ হাজার ৮৯৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪ জন। নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৭৬ জন, কুমারখালীর ১৪০, দৌলতপুরের ৪২, ভেড়ামারায় ২৫, মিরপুরে ৬৬ ও খোকসা উপজেলার ৩১ জন রয়েছেন।
আরও পড়ুন: সিলেট বিভাগে করোনায় রেকর্ড ৯৯৬ শনাক্ত, মৃত্যু ৯
বর্তমানে কুষ্টিয়ায় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৩৬৩ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২৬০ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৬৩ জন।