কুষ্টিয়ার খোকসায় কলেজ শেষে ঘুরতে বের হয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুর দেড়টার দিকে খোকসার পাইকপাড়া মির্জাপুর গ্রামের কাছে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত
নিহতেরা হলেন- কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রামের ইসাহক আলীর ছেলে আবু মুছা (১৮) এবং একই উপজেলার যদুবয়রা গ্রামের আবু বক্করের ছেলে পারভেজ হোসেন (১৮)। ঘটনাস্থলেই নিহত হন। তারা দুজনই উপজেলার শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
জানা যায়, পদ্মা-গড়াই পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যুবক মারা যান। দুর্ঘটনার পর গাড়ি ফেলে বাসের চালকসহ অন্য স্টাফরা পালিয়ে যায়।
শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, ব্যস্ততম আঞ্চলিক মহাসড়কটি পাইকপাড়া মধ্যে এসে ইউটার্ন নেওয়ায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
দুর্ঘটনা ও প্রাণহানী রোধে উদ্যোগ নেওয়ার জোর দাবি জানান তিনি।
খোকসা থানা পুলিশের এসআই (উপপরিদর্শক) মোজাম্মেল হক বলেন, নিহত ছাত্রদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। হাইওয়ে পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি ও মামলার বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১