নিহতরা হলেন- ডুমুরিয়া উপজেলার বানাই গ্রামের জাকির খানের ছেলে ও ডুমুরিয়া কলেজের স্নাতক পড়ুয়া শিক্ষার্থী জাহিদ খান (২৪) এবং ফুলতলার বরণপাড়া গ্রামের ওসমান মোড়লের ছেলে ইব্রাহীম মোড়ল (২২)।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে সাতক্ষীরারগামী একটি বাসের সাথে বালিয়াখালি ব্রিজের নিকটবর্তী মোড়ে একটি দ্রুতগতির মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি খর্নিয়া থেকে ডুমুরিয়ার দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষের ফলে মোটরসাইকেল আরোহী জাহিদ খান ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আটকে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন।
খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস, খর্নিয়া হাইওয়ে থানা ও ডুমুরিয়া থানার সদস্যরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ ও বাসটি খর্নিয়া হাইওয়ে থানার হেফাজতে আছে। তবে চালক পালিয়েছেন।
এদিকে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলায় এ গফুর মেমোরিয়াল হাসপাতালের সামনে বিকালে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র ইব্রাহীম মোড়ল নিহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনাগামী মাইক্রোবাস এ গফুর মেমোরিয়াল হাসপাতালের সামনে এসেই গাড়ির ডানপাশের চাকা বিকট শব্দে হয়ে ফেটে সড়কের মাঝামাঝি চলে যায়। এসময় বিপরীতমুখী মোটরসাইকেল ওই মাইক্রোবাসের সাথে মুখোমুখি ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী ইব্রাহীম গুরুতর জখম হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইব্রাহীম ফুলতলা এম এম কলেজের ডিগ্রির দ্বিতীয় বর্ষের ছাত্র।
আরও পড়ুন: তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
বন্ধুর জন্য মোটরসাইকেল কিনে ফেরার পথে দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।