গাইবান্ধায় পৃথক স্থানে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শিপন মিয়া ও ফুলমিয়া নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুরে সাঘাটা ও সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি নামক স্থানে এ দুর্ঘটনা দুইটি ঘটে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকসহ ২ জনের মৃত্যু
স্থানীয়রা জানায়, শিপন মিয়া গাইবান্ধার সাঘাটা উপজেলার বেলতৈল গ্রামে ধানকাটার কাজ করছিলেন। এমন সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে গড়দীঘি গ্রামে ধান কাটার সময় ফুলমিয়া বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নড়াইলে বজ্রপাতে কিশোরের মৃত্যু