গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে শুক্রবার দুপুরে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে গেছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দোকান মালিকরা জানান, দুপুরে বাজারের লতিফ হোসেনের দোকানে আগুন লাগে এবং তা দ্রুতই অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: কামরাঙ্গীরচরে পলিথিন কারখানায় আগুন
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: মিরপুরে আবাসিক ভবনে আগুন, দগ্ধ ৩