গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার স্টাফ বাসের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রী মারা গেছে। এ সময় তার ফুফু আহত হয়েছেন। শনিবার সকালে বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী ফাতেমা হক (১০) টঙ্গীর সহাজউদ্দিন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। তার মা-বাবা দুজনেই দুবাই প্রবাসী। সে টঙ্গীর বনমালা এলাকায় ফুফুর বাসায় থাকত।
স্থানীয়রা জানায়, এদিন সকালে তার ফুফু শাহনাজ বেগমের সঙ্গে রিকশায় চড়ে স্কুলে যাচ্ছিল ফাতেমা।এ সময় বাসার পাশের সড়কের মাথায় যেতেই পেছন থেকে কোহিনুর কেমিক্যাল কোম্পানির একটি স্টাফ বাস তাদের ধাক্কা দেয়। এতে ফাতেমা হক ছিটকে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার ফুফু অপর পাশে পড়ে আহত হন।
এদিকে, দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী মারা যাওয়ার খবর পেয়ে ওই স্কুলের কয়েক শ শিক্ষার্থী বনমালা-টঙ্গী সড়কটি অবরোধ করে বিক্ষোভ করে। ঘাতক চালককে গ্রেপ্তার ও তার বিচারের দাবিতে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এসময় শিক্ষক ও পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক ছেড়ে স্কুলে ফিরে যায়।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।