গাজীপুরের টঙ্গী হাজী মাজার বস্তি এলাকায় সোমবার রাতে র্যাবের সাথে ‘গোলাগুলিতে’এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাবের দাবি, ওই যুবক শীর্ষ মাদক কারবারি ছিলেন।
নিহত রোকন মিয়া (৩২) গাজীপুর জেলার পুবাইল বিন্দান এলাকার তোতা মিয়ার ছেলে।
আরও পড়ুন: বান্দরবানে বিজিবির সাথে ‘গোলাগুলিতে’ ২ রোহিঙ্গা নিহত
র্যাবের বরাত দিয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালানোর সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন মিয়া ঘটনাস্থলে নিহত হন।
আরও পড়ুন: চসিক নির্বাচন: আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১
ওসির ভাষ্য, ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এছাড়া ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে রাতেই গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।