গাজীপুরের শ্রীপুরে একটি বাসা থেকে আকলিমা আক্তার নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে স্বামী পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।
বুধবার (২১ মে) সকালে উপজেলার আবদার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আকলিমা আক্তার ময়মনসিংহের মুক্তাগাছা থানার ইমুরিয়া গ্রামের আদনান ইসলামের স্ত্রী। আদনান ইসলাম মুক্তাগাছার মন্ডলসেন গ্রামের এশার আলীর ছেলে। দম্পতি গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকালে আকলিমার ঘর থেকে তার শিশুসন্তানের কান্নার শব্দ শুনে সন্দেহ হয় পাশের ভাড়াটিয়াদের। তারা দরজা খোলা দেখে ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে বিষয়টি বাড়ির মালিক জয়নাল আবেদীনকে জানানো হয়। তিনি এসে ঘরে ঢুকে মেঝেতে আকলিমার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
আরও পড়ুন: টঙ্গীতে হাত-পা বাঁধা প্রতিবন্ধী সরকারি কর্মচারীর লাশ উদ্ধার
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, ‘নিহতের কপাল ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী আদনান ইসলাম স্ত্রীকে হত্যা করেছে। ঘটনার পর স্বামী আদনান ইসলাম পলাতক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আদনান ইসলামকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’