গাজীপুরে মাদক চোরাচালানের অভিযোগে দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম মিথাইল অ্যাম্ফিটামিন যুক্ত আইস জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আটক দুইজন হলেন- সোহাগ খান ও মোশারফ।
আরও পড়ুন: উখিয়া থেকে ২৫ কোটি টাকা মূল্যের আইস জব্দ
রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মহানগর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি উত্তরের উপপুলিশ কমিশনার মুহাম্মাদ কামাল হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি সদর থানাধীন টেক কাথোরা এলাকায় অভিযান চালিয়ে সোহাগ খান ও মোশারফকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম আইসসহ আটক করেন।
তিনি জানান, তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
এদিকে তাদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, উদ্ধার মাদক চোরাচালান চক্রের কাছ থেকে কিনে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন।