গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার সাত ইউনিয়নের মধ্যে ছয় ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ ভোটগ্রহণ চলছে।
সোমবার সকালে জেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দড়ি জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও মোক্তারপুর ইউনিয়নের সিংলাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিপুল সংখ্যক নারী পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
আরও পড়ুন: করোনার ঝুঁকি নিয়েই বরিশালে চলছে ভোটগ্রহণ
সিংলাব ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো.ফয়সাল আহমেদ জানান, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রার্থীদের কোন পক্ষ থেকেই কোন ধরনের চাপে নেই তারা।
কালীগঞ্জ উপজেলার সাত ইউনিয়নের মোট ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ১৮৬, নারী ৭৮ হাজার ৪৩৮ জন। কেন্দ্র ৭৪, বুথ ৪৫৪।
আরও পড়ুন: খুলনার ৫ উপজেলার ৩৪ ইউনিয়নের ভোট গ্রহণ ২১ জুন
চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৫৭ ও সাধারণ ওয়ার্ডে ১৯৯ জন, মোট ২৭২ প্রার্থী ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও দুটিতে চেয়ারম্যান, সংরক্ষিত দুটি ও একটিতে সাধারণ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। কয়েকটি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।
আরও পড়ুন: পৌরসভা নির্বাচন: ব্রাহ্মণবাড়িয়ায় মেয়র পদে লড়বেন ৬ জন