গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংর্ঘষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার রাত সোয়া ৯টায় ঢাকা খুলনা মহাসড়কের বেদগ্রাম হাজী বাড়ি মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গোপালগঞ্জের পৌরসভার বেদগ্রামের মৃত কানছু চৌধুরীর ছেলে মজনু চৌধুরী (৪৮) ও একই গ্রামের সরোয়ার মোল্লার ছেলে জাকির মোল্লা (৫৮)। পেশায় তারা রাজমিস্ত্রি।
আহত শিবু বিশ্বাস (৫০) ওই গ্রামের বাসিন্দা ও হাজী নাদের আলী সাদেক আলী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেলের আরোহি নিহত
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মো. আরিফুল হক জানান, শনিবার মোটরসাইকেলে করে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে বেদগ্রাম খালপাড়া সংযোগ সড়ক থেকে ঢাকা-খুলনা মহাসড়কে পৌঁছায়। এই সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মজনু চৌধুরী ও জাকির মোল্লা নিহত হন।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
তিনি জানান, খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল থেকে আহত শিবু বিশ্বাসকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।