রাজবাড়ীর গোয়ালন্দে নিজ বাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়ার শাহদৎ মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিহত জাকির শেখ (৩৩) ওই এলাকার ইউসুফ শেখের ছেলে ও পেশায় পরিবহন শ্রমিক।
নিহতের স্ত্রী মাহফুজা খাতুন জানান, বুধবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হন। প্রতিদিন সন্ধ্যার পর তার স্বামী বাড়ি থেকে বের হলে তিনি পাশেই তার বাবার বাড়ি গিয়ে থাকতেন। রাত ২টা-৩টার দিকে বা কোনো কোনোদিন ভোররাতে বাড়ি ফেরার সময় ফোন দিলে স্বামীর সঙ্গে বাড়ি ফিরে আসতেন। কিন্তু বুধবার রাতে কখন বাড়ি ফিরেছে জানতে পারিনি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, নারীর লাশ উদ্ধার
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ডাকাডাকি করে কোন সাড়া পাওয়া যায়নি। পরে ঝাড়ু দিয়ে ঘরের দরজা খুলে দেখেন স্বামী ঘরের মেঝেতে উপুর হয়ে পড়ে আছেন। মেঝেতে রক্ত পড়ে আছে। মুখের সামনের দুটি দাত ভাঙা এবং বুকে ও হাতে রক্ত জমাট বাধা অবস্থায় আছে। তার চিৎকারে দেবর দাউদ ও পাশের ঘর থেকে শ্বাশুরি আসেন। ঘরের ভেতর বিদ্যুতের সুইচ বোর্ড খোলা ছিল।
মাহফুজার অভিযোগ, জাকির মাঝেমধ্যে এলাকার কিছু বখাটে নেশাগ্রস্ত বন্ধুদের বাড়ি এনে আড্ডা দিতেন। তিনি নেশার সঙ্গে জড়িত।
এই কারণে স্বামীকে দুর্বৃত্তরা হত্যা করে ফেলে রেখেছে বলে দাবি করছেন তিনি।
আরও পড়ুন: বিশ্বনাথে চালককে ছুরিকাঘাত করে টমটম ছিনতাই
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহ উদ্দিন বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন নাকি তাকে মেরে ফেলা হয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। আমরা সব বিষয় মাথায় নিয়ে কাজ করছি। সকল আলামত সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।
তবে হত্যাকাণ্ড হয়ে থাকলে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি।