সংশ্লিষ্টরা জানান, প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাত ৩টার দিকে টোলপ্লাজা চালু করা হলেও বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে আবারও তা বন্ধ করে দেয়া হয়। ফলে সেতুর ওপর যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঢাকামুখী লেনে হাজার হাজার যানবাহন সেতু পাড়ি দিতে না পেরে দাঁড়িয়ে থাকে।
আরও পড়ুন: ঘন কুয়াশা: ৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, ‘ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতেই কর্তৃপক্ষ বঙ্গবন্ধু সেতুর ওপর যান চলাচল বন্ধ করে দেয়ায় যানজট প্রকট আকার ধারণ করে। এছাড়া নলকা সেতুর ওপর একটি দুর্ঘটনার কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।’
যানজট নিরসন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ঘন কুয়াশা: চট্টগ্রামে ব্যর্থ হয়ে সিলেটে নামল দুবাই থেকে আসা বিমান
এদিকে, বঙ্গবন্ধু সেতুর দায়িত্বে নিয়োজিত ট্রাফিক কন্ট্রোলার হালিমুজ্জামান বলেন, কুয়াশার কারণে দুর্ঘটনা রোধে সেতুর ওপর দিয়ে স্বাভাবিকের চেয়ে অনেক কম যানবাহন ছাড়া হচ্ছে। যে কারণে যানজটের তীব্রতা বৃদ্ধি পেয়ে সাময়িক সমস্যা হচ্ছে। তবে যানজট নিরসনে তারা সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানান।
আরও পড়ুন: ঘন কুয়াশা: শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ