ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে সৃষ্ট বৃষ্টি আজ (২৪ অক্টোবর) সকাল থেকেই ঢাকাবাসীর যাতায়াত দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দুপুর ১২টা পর্যন্ত ৯ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
সকালে গণপরিবহন না থাকায় লোকজন, বিশেষ করে অফিস ও স্কুলগামীরা বৃষ্টির মধ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে হিমশিম খায়।
তবে দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট ও জলাবদ্ধতার কোনো খবর পাওয়া যায়নি।