চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে চিকিৎসা কর্মকর্তার পকেট থেকে ৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় দুই জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিমান বন্দরের ভেতর থেকে তাদের আটক করা হয়।
আটক শরীফ মিঠু বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বলে জানা গেছে। এ ঘটনায় আরও একজনকে আটক করা হলেও তার পরিচয় প্রকাশ করা হয়নি।
আটক একজন সকালে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইটের যাত্রী ছিলেন।
আরও পড়ুন: মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক, কারেন্ট জাল ও জাটকা জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তার পকেট থেকেও চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলো শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, আটক অন্য এক যাত্রী স্বর্ণের বার পকেটে বহন করছিলেন। এ বিষয়ে আটক দু’জনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিআইডির সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার গণমাধ্যমকে বলেন, সকালে বিমানটি অবতরণের পর ওই বিমানের এক যাত্রী অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণগুলো ডা. শরীফকে দেন। তিনিই মূলত নিরাপদে পাচার করার চেষ্টা করছিলেন। পরে তাকে স্ক্যান করা হয়, স্ক্যানে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রতিটা বারের ওজন ছিল ১১৬ গ্রাম।
আরও পড়ুন: থানা-আদালত প্রাঙ্গণে জব্দ করা মালামালের তথ্য জানাতে আইজিপিকে হাইকোর্টের নির্দেশ