গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে চট্টগ্রামে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর আট জন ও উপজেলায় তিন জনের মৃত্যুর সংবাদ দিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। এ নিয়ে গত এক বছরে শুধু চট্টগ্রামে সরকারি হিসেবে ৪৯৭ জনের মৃত্যু হলো।
রবিবার নিয়মিত করোনা পরিস্থিতি আপডেট হিসেবে সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
একই সময়ে চট্টগ্রামের ৯টি ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৩৩০ টি নমুনা পরীক্ষায় ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ হাজার ৮৮৭ জন।
আরও পড়ুন: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল ৮ জনের
এদিন চট্টগ্রামের সরকারি বেসরকারি দশটি ল্যাবের মধ্যে ছয়টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩১৭টি নমুনায় করোনা শনাক্ত হয় ৪৩ জনের। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৬৮টি নমুনায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়।
আরও পড়ুন : করোনায় চট্টগ্রামে আরও ৭ জনের মৃত্যু
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬২টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৭টি নমুনা পরীক্ষা করে ২৪ জন ও শেভরন ক্লিনিকের ল্যাবে ৩১২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৩৫ জনের এবং মেডিকেল সেন্টারে ১৪টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: তারাবিহকে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষ, ৫ মুসল্লি আটক