চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কলাউজান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত রোকসানা আক্তার (৩২) ওই এলাকার আল আমিনের স্ত্রী ও কবির আহমদের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গৃহবধূ রোকসান আক্তারের দুই বিয়ে হয়েছে। প্রথম স্বামী লিটনের ঘরে দুই ছেলে রয়েছে। ১২ বছর আগে লিটনকে ডিভোর্স দিয়ে আল আমিনকে বিয়ে করেন রোকসানা। পরের সংসারে তার কোনো সন্তান নেই। বেশ কিছুদিন ধরে প্রথম ঘরের বড় সন্তানের সঙ্গে তার ঝগড়াঝাঁটি হয়ে আসছিল। সোমবার সকালে মানসিক চাপ সইতে না পেরে নিজ ঘরে ভিমের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
তবে এর আগেও তিনি অনেকবার ঘুমের ওষুধ খেয়ে মানসিক ভারসম্যহীন হয়ে পড়েন।
রোকসানার ছোট ভাই মুহাম্মদ মোকতার হোসেন জানান, পারিবারিক অশান্তির কারণে আমার বোন অনেকবার ঘুমের ওষুধ খায়।
আরও পড়ুন: মায়ের সঙ্গে অভিমান করে কীটনাশক পানে তরুণীর আত্মহত্যা
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, খবব পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিনকে ঘটনাস্থলে পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধূ রোকসানা মানসিক চাপ সইতে না পেরে পারিবারিক কারণে আত্মহত্যা করেছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।