চট্টগ্রামের দুর্বৃত্তদের পৃথক হামলায় মো. জালাল উদ্দিন (৪৫) ও ইব্রাহিম খলিল (৪০) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
জেলার আনোয়ারার শোলকাটা ও সাতকানিয়ার চন্দনাইশে ঘটনা দুটি ঘটেছে।
নিহত জালাল উদ্দিন উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলতাফ মুন্সীর ছেলে এবং ইব্রাহিম খলিল বান্দরবানের লামা উপজেলার ইয়াংছার ছমুর মুখ এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।
আরও পড়ুন: রাজবাড়ীতে অটোরিকশার চাপায় স্কুলছাত্রীর মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার অনোয়ারার শোলকাটা এলাকার মনুমিয়া দিঘিরপাড়ে পূর্ব শত্রুতার জেরে জালাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত মোক্তার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মোক্তার একই এলাকার ছৈয়দ আহমদের ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, ‘রবিবার ভোরে জালাল উদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্ত করে ঘটনার বিস্তারিত জানা যাবে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
অপরদিকে, সাতকানিয়া উপজেলার চন্দনাইশের দোহাজারীতে শনিবার রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইব্রাহিম নামের এক দিনমজুর নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে দোহাজারী বাস স্টেশন থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন ইব্রাহিম। দোহাজারীর বিওসির মোড় সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা এসে অটোরিকশার গতিরোধ করে। এ সময় তারা অটোরিকশার চালক ও ইব্রাহিমকে মারধর করে। মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে বাধা দিলে ইব্রাহিমের বুকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’