চট্টগ্রামের সাতকানিয়ায় পুত্রবধূর ‘ছুরিকাঘাতে ’ আহত শাশুড়ির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূকে আটক করা হয়েছে।
আহত হওয়ার তিন দিন পর বৃহস্পতিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রোকেয়া বেগম (৫৫) সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া এলাকার ইলিয়াছ চৌধুরীর স্ত্রী।
আরও পড়ুন: চট্টগ্রামে ভাবির ছুরিকাঘাতে দেবর খুন
আটক নাজমিন বেগম (২৩) নিহতের ছেলে গিয়াস উদ্দিন চৌধুরীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, গত ২১ জুন পারিবারিক কলহের জের ধরে নাজমিন বেগম শ্বাশুড়ি রোকেয়া বেগমকে ছুরিকাঘাত ও মারধর করেন। আহত অবস্থায় রোকেয়া বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আগ্রাবাদ এলাকায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। ঘটনার দিন সাতকানিয়া থানা পুলিশ নাজমিনকে আটক করে।
আরও পড়ুন: শেরপুরে সীমানা বিরোধের জেরে কৃষক খুন, আটক ৯
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গৃহবধূর মারধরে শ্বাশুড়ি আহত হওয়ার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। হামলাকারী পুত্রবধূ নাজমিন বেগম আটকের পর তিনি বর্তমানে কারাগারে আছে। এখন ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে।
ওসি জানান, পুরো বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।