চট্টগ্রামের বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর উপেজলা সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার সাড়ে ১১টায় নগরীর কোতোয়ালী থানার টেরিবাজার থেকে ৫/৬ জন সাদা পোশাকে এবং ১ জন পোশাকধারী পুলিশ তাকে আটক করে বলে সূত্র নিশ্চিত করেছে।
আরও পড়ুন: রাজশাহীতে ‘আনসার আল ইসলামের’ ৩ সদস্য আটক
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আফজারুল হক টুটুল রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: বাংলাদেশ জঙ্গিবাদকে কখনো আশ্রয়-প্রশ্রয় দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
তবে জহিরুল ইসলামকে কেন আটক করা হয়েছে তা এখনও জানা যায়নি। তার বিরুদ্ধে নতুন করে কোনও মামলা ছিল না।
নাশকতার অভিযোগে যে কয়টি মামলা ছিল সেগুলোতে ইতিমধ্যে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন বলে দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর নেতারা জানান।
আরও পড়ুন: সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও জয়ী হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
এদিকে জহিরুল ইসলামকে আটকের বিষয়টি বাঁশখালী থানা পুলিশ অবহিত নয় বলে জানায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির বলেন, কারা জহিরুল ইসলামকে আটক করেছে আমরা জানি না। তবে ফেসবুকে দেখেছি।