সাম্প্রতিক সময়ে চাঁদপুর শহর ও শহরতলীতে কিশোরদের বিভিন্ন অপরাধ বেড়েই চলছে। এ অপরাধ প্রতিহত করতে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪০ সদস্যকে আটক করেছে পুলিশ।
চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা থেকে রবিবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পুলিশ বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আরও পড়ুন: গাজীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে স্কুলছাত্র নিহত
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, কিশোরদের নানা অনিয়ম পুলিশের নজরে আসলে রবিববার বিকাল থেকে রাত পর্যন্ত শহরের গাছতলা ব্রিজ, আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকা, প্রেসক্লাব ঘাট, মুখার্জি ঘাটসহ শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় কিশোর গ্যাং সন্দেহে ৪০ জন বিভিন্ন বয়সের কিশোর-যুবককে আটক করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে ‘কিশোর গ্যাং’ এর সদস্যদের হামলায় কিশোর নিহত
ওসি জানান, আটক কিশোরদের মধ্যে বেশ কয়েকজনকে তাদের অভিভাবক ডেকে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকিদের বিরুদ্ধে থানায় পূর্ব থেকে বিভিন্ন অপরাধে মামলা ও অভিযোগ থাকায় আটক রাখা হয়েছে। সোমবার তাদের বিষয়ে আরও খোঁজ খবর নিয়ে আদালতে সোপর্দ করা হবে।
চাঁদপুর সদর মডেল থানা এ ধরনের কিশোর গ্যাং দমনে অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের সাথে সংঘর্ষে যুবক খুন: আটক ২৪