ইলিশ শিকারের নিষেধাজ্ঞার সময়ে পদ্মা-মেঘনা নদীতে নৌ-পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের সদস্য মো. পারভেজ গাজী রনিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর শহরের হাকিম প্লাজা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে নৌ-থানা পুলিশ।
এর আগে, ২৫ অক্টোবর সকালে হামলার ঘটনায় এএসপি ফরিদা পারভিনসহ ১৩ নৌ-পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ওই দিনই রাজরাজেশ্বরের শিলারচরের চিহ্নিত ও অজ্ঞাত প্রায় ৬৫০ জনকে আসামি করে মামলা করেন চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।
রবিবার ওসি জহিরের নেতৃত্বে অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করে শহরের ট্রাকঘাটে নৌ-পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাতে সদর মডেল থানা পুলিশের হেফাজতে রাখা হয়।
ওসি জহির জানান, এজাহারভুক্ত ও হুকুমের আসামি রনিকে সোমবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।