চাঁদপুরের ফরিদগঞ্জে কৌশলে অপহরণ করে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মো. জাকির হোসেন (৩৫) নোয়াখালী জেলার সোনামুড়ী উপজেলার সাতরা এলাকার আবুল কালামের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামীর বাড়ি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে। স্বামী সৌদি প্রবাসী হওয়ায় তিনি তার বাবার বাড়ি রূপসা দক্ষিণ ইউনিয়নে বসবাস করে।
আরও পড়ুন: ফরিদগঞ্জে শিশু ধষর্ণ মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড
প্রায় এক বছর পূর্বে ওই গৃহবধূর সঙ্গে টিকটক লাইকির মাধ্যমে পরিচয় হয় জাকিরের। গত ১৭ জানুয়ারি জাকির হোসেন গৃহবধূকে কৌশলে অপহরণ করে দুদিন আটকে রেখে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর স্বর্ণালংকার নিয়ে জাকির পালিয়ে যায়।
২৪ জানুযারি রাতে জাকির হোসেনকে কৌশলে ভুক্তভোগীর বাড়িতে ডেকে এনে পরিবারের লোকজন পুলিশকে সংবাদ দেয়। ওই রাতেই পুলিশ অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করে ও গৃহবধূকে পুলিশি হেফাজতে নেয়। পরে ভুক্তভোগী বাদী হয়ে জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেন।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ বাহার মিয়া জানান, গৃহবধূকে ধর্ষণেরর কথা শুনে আমরা অভিযুক্ত জাকির হোসেনকে কৌশলে গ্রেপ্তার করি এবং নারী নির্যাতন মামলায় আদালতে পাঠিয়েছি। এছাড়া ঘটনার শিকার ভুক্তভোগীকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
আরও পড়ুন: হিলিতে শিশু ধষর্ণের অভিযোগ কিশোর আটক