চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় ৫ জনকে আটক করেছে বিজিবি।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আজ (রবিবার) সকাল পৌনে ৮টার দিকে বিভীষণ সীমান্তের ২১৯/৭১-আর নম্বর সীমান্ত পিলার থেকে বাংলাদেশের প্রায় এক কিলোমিটার ভেতরে লালমাটি খাড়ির ঘাট এলাকা থেকে অনুপ্রবেশকারী ৫ জনকে আটক করে বিওপির টহল দল।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান যে তারা বাংলাদেশি নাগরিক। নড়াইল ও বাগেরহাট জেলার বাসিন্দা তারা। কাজের জন্য তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে পুলিশের হাতে ধরা পড়ার পর বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে আজ তারা দেশে ফেরার সময় বিজিবি তাদের আটক করেছে।
তিনি আরও জানান, আটকদের ঠিকানা ও বাংলাদেশি নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত হওয়ার জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, বিজিবি আটকদের থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।