করোনাভাইরাসের সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে পূর্ণ লকডাউন চলছে।
বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে দোকানপাট। রাস্তাঘাট প্রায় ফাঁকা। জরুরি পণ্য পরিবহনের গাড়ি ছাড়া অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন: লকডাউন: স্বাস্থ্যসেবা বিভাগের সকল প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ
সরকারের নির্দেশনা কার্যকর করতে সকাল থেকে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে।
আরও পড়ুন: ১৪ এপ্রিল থেকে দেশে সর্বাত্মক লকডাউন শুরু; প্রজ্ঞাপন জারি
চাঁপাইনবাবগঞ্জের প্রবেশদ্বার জেলা শহরের দারিয়পুরে রাস্তায় পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে যানবাহন থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞসাবাদ করা হচ্ছে। যেসব পেশার মানুষ জরুরি সেবার সাথে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেয়া হচ্ছে।
আরও পড়ুন: লকডাউনে ৮টি বিশেষ পার্সেল ট্রেন চলবে: রেলপথ মন্ত্রী