করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ঘোষিত ৭দিনের লকডাউন মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে।
লকডাউনের কারনে সকাল থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। লকডাউনের কারনে জেলা থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি। পন্যবাহি ট্রাক বা যানবাহন ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন: ‘কঠোর লকডাউন’ শুরু টেকনাফসহ ৫ রোহিঙ্গা ক্যাম্পে
শহরে ওষুধ, মুদিদোকন ছাড়া বিভিন্ন বিপনিবিতানসহ অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে।
সকাল থেকে মেঘলা আকাশ ও থেমে থেমে হালকা বৃষ্টির করনে রাস্তায় সাধারন মানুষের চলাচল তেমন চোখে পড়ার মত নয়।
এদিকে লকডাউন কঠোরভাবে কার্যকরে সকাল থেকে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট ও পুলিশ মাঠে তৎপর রয়েছে। শহরের ২৭টি স্থানে পুলিশ চেকপোষ্ট বসানো হয়েছে। জরুরী কোন কারণ ছাড়া চলাচলকারিদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করার পর ফিরিয়ে দেয়া হচ্ছে। শহরে পুলিশের টহল টিমও রয়েছে।
আরও পড়ুন: লকডাউন ২৩ মে পর্যন্ত বাড়ল, প্রজ্ঞাপন জারি
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে দিন দিন করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় ১১ দফা নির্দেশনা দিয়ে জেলা জুড়ে সোমবার রাত ১২টা থেকে আগামী এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আরও পড়ুন: করোনায় একদিনে আরও ৩৮ প্রাণহানি, শনাক্ত ৮.৪১ শতাংশ
এদিকে জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। ২০২ জনের নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া গেছে। শনাক্তের হার ৪৫ শতাংশ। আর এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্য ১ হাজার ৩৯৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৮৬ জন। আর করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৮ জন।